ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নিখোঁজের ৪৭ দিন পর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
নিখোঁজের ৪৭ দিন পর মরদেহ উদ্ধার

আগরতলা: নিখোঁজের ৪৭ দিন পর ত্রিপুরার রাজধানী আগরতলার সুভাষনগর এলাকার গাড়িচালক জীবন দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৪ নভেম্বর) ত্রিপুরার পশ্চিম জেলার জিরানীয়া থানাধীন খুমলুং এলাকার শুকিয়াপাড়ার চিনিমা নদীর পাশে মাটি চাপা অবস্থায় মরদেহটির খোঁজ মেলে।

জীবনকে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার বলেন্দ্র দেববর্মাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মরদেহের খোঁজ পায়।

 

মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পুলিশের এডিশনাল পুলিশ সুপার কিশোর দেববর্মা। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।  

পশ্চিম জেলা পুলিশের এডিশনাল পুলিশ সুপার কিশোর দেববর্মা জানান, ফরেনসিক পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।

গত ২০ অক্টোবর মান্দাইয়ে আইপিএফটি এবং জিএমপি সদস্যদের মধ্যে সংঘর্ষের দিন সাংবাদিক শান্তনু ভৌমিক নিখোঁজ হন। ওইদিনই খুমলুং এলাকা থেকে নিখোঁজ হন জীবন। তার গাড়িটি পুড়ানো অবস্থায় পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।