রাজ্যে এবছর সর্বশেষ বন্যা হয় ২১ ও ২২ অক্টোবর। এই দুই দিনের বন্যায় শুধু পশ্চিম জেলাতেই ১ হাজার ৯৬৬ হেক্টর জমিতে আমন ধান ও ৮৮০ হেক্টর জমির ফসল নষ্ট হয়।
বন্যার পর কৃষি দফতরের পরিচালিত জরিপে এ তথ্য পাওয়া গেছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পশ্চিম, খোয়াই, সিপাহীজলা জেলায়। এই রিপোর্টের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত চাষিদের রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বন্যার ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে আর্থিক সাহায্য চাওয়া হবে বলে কৃষি দফতর সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসসিএন/আরআর