বুধবার (২২ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন ত্রিপুরা পুলিশের ডিআইজি অরিন্দম নাথ।
তিনি জানান, মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে পশ্চিম জেলার আর কে নগরের টিএসআর’র প্রধান কার্যালয় থেকে তপন দেববর্মাকে আটক করা হয়।
এদিকে আগরতলা জি বি হাসপাতালের মর্গ থেকে নিহত সাংবাদিক সুদীপ দত্তভৌমিকের মরদেহ ইন্দ্রনগরের পৈত্রিক বাসভবনে নিয়ে এলে বৃদ্ধ মা, স্ত্রী, ছেলে, মেয়েসহ অন্যান্যরা কান্নায় ভেঙে পড়েন।
মঙ্গলবার দুপুরে রাজধানী আগরতলার পাশ্ববর্তী আর কে নগরে টিএসআর’র দ্বিতীয় বাহিনীর প্রধান কার্যালয়ের ভেতর সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে গুলি করে হত্যা করে। এ সময় টিএসআর জওয়ান তাকে গুলি করেন বলে অভিযোগ উঠেছে।
তার পেটের বাঁ দিকে গুলির ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহ টিএসআর বাহিনীর জওয়নদের আগরতলা জি বি হাসপাতালের সামনে ফেলে চলে যেতে দেখেছেন সাধারণ মানুষ।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এসসিএন/জিপি
** ত্রিপুরায় পুলিশ কার্যালয়ে সাংবাদিককে গুলি করে হত্যা!