শনিবার (২৫ নভেম্বর) সকালে পশ্চিম জেলার আর কে নগর এলাকায় অবস্থিত ব্যাটালিয়নের প্রধান কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার কমান্ডেন্ট তপন দেববর্মাকে জিজ্ঞাসাবাদ করে ওই দুই জওয়ানের নাম জানা যায়।
সরকার পক্ষের আইনজীবী উত্তম ব্যনার্জী বাংলানিউজকে জানান, দুপুরে গ্রেফতারদের আগরতলার সিজেএম আদালতে হাজির করে রিমান্ডের দাবি জানানো হয়। সব কিছু বিবেচনা করে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এরআগে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আর কে নগরে টিএসআর’র দ্বিতীয় বাহিনীর প্রধান কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে গুলি করে হত্যা করা হয়। এ সময় টিএসআর জওয়ানরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এসসিএন/ওএইচ/