বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আগরতলার আস্তাবল ময়দানে এ বিক্ষোভ-মিছিল করেছেন।
এরআগে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগরতলার আস্তাবল ময়দানে জড়ো হন চাকরিচ্যুত শিক্ষকরা।
এসময় শিক্ষকরা মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে কথা বলার দাবি জানান। আগাম অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাৎ করা সম্ভব নয় বলে জানায় পুলিশ। পরে সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষকরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী।
এসময় মহকুমা শাসক সমিত রায় চৌধুরী শিক্ষকদের বুঝিয়ে তাদের দাবিগুলো লিখিত আকারে দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাৎ না হওয়া পর্যন্ত বিক্ষোভ-মিছিল চালিয়ে যাবেন তাকে জানান শিক্ষকরা।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এসসিএন/ওএইচ/