সুপ্রিম কোর্টের রায়ে আগামী ৩১ ডিসেম্বর রাজ্যের ১০ হাজার ৩২৩ জন শিক্ষকের চাকরিচ্যুতি হতে যাচ্ছে। এর প্রতিবাদেই এ কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত শিক্ষকরা।
এর আগে গত শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুর থেকে ৪৪ নম্বর মহাসড়ক ও একমাত্র রেলপথ অবরোধ করেন তারা। কিন্তু ওইতিন রাত থেকে বৃষ্টির কারণে রাজ্যের ধলাই জেলার সিন্ধুকুমার পাড়া এলাকা থেকে অবরোধ তুলে নেওয়া হয়।
শনিবার (০৯ ডিসেম্বর) বিকেলে সংবাদমাধ্যমকে কর্মসূচির আহ্বায়ক উত্তম কুমার দেব জানান, আগামী দিনে ফের নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে বৃষ্টির কারণে অবরোধস্থল থেকে কিছুটা দূরে পার্শবর্তী উপেন্দ্র রোয়াজা পাড়া স্কুলে আশ্রয় নেন শিক্ষকরা।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এসসিএন/এমএ