ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় চাকরিচ্যুত শিক্ষকদের একাংশের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
আগরতলায় চাকরিচ্যুত শিক্ষকদের একাংশের মিছিল চাকুরিচ্যুত শিক্ষকদের মিছিল

আগরতলা: ভারতের সুপ্রিম কোর্টের রায়ে ত্রিপুরা রাজ্যের ১০ হাজার ৩শ’ ২৩ জন চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ আগরতলায় মিছিল করেছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সিটি সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।

মিছিলের শুরুতে শিক্ষকদের পক্ষে ভাস্কর দেব সংবাদ মাধ্যমকে জানান, যেসব চাকরিচ্যুত শিক্ষক চাকরিতে বহালের দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন তাদের সঙ্গে এদিনের মিছিলে উপস্থিত শিক্ষকরা যুক্ত নন।

এমনকি তারা রাস্তা ও রেলপথ অবরোধ করে জনগণকে কষ্ট দেওয়ার তীব্র নিন্দা জানান।  

শিক্ষকরা রাজ্যের বর্তমান বামফ্রন্ট সরকারের পাশে আছেন ও আগামী দিনেও সরকারের পাশে থাকবেন বলে আশ্বাস দেন ভাস্কর দেব।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।