সোমবার (০৮ জানুয়ারি) আগরতলার কুঞ্জবন এলাকার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
এতে অংশ নেওয়া শিক্ষকদের অভিযোগ- সারা ভারতের সকল রাজ্যে টেট দিয়ে নিযুক্ত শিক্ষকদের নিয়মিত হারে বেতন দেওয়া হলেও ব্যতিক্রম শুধু ত্রিপুরা।
অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় পাল সংবাদমাধ্যমকে জানান, রাজ্যে প্রায় সাড়ে ৩ হাজারের বেশি টেট উত্তীর্ণ শিক্ষকদের বঞ্চিত করছে রাজ্য সরকার। এজন্য অবস্থান কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের কাছে দ্রুত তাদের দাবি পূরণের আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন এলাকার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এসসিএন/এসআরএস