বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে খবর পেয়ে চিত্তরঞ্জন রোডের পাশের ড্রেন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই সড়কের ড্রেনে মরদেহটি পরে থাকতে দেখে স্থানীয়া পুলিশে খবর দেয়।
ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা রাতের আধারে পাথর দিয়ে ওই ব্যক্তির মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে ড্রেনে ফেলে দেয়। তার হাতে একটি বাজারের ব্যাগ ও রাস্তার পাশে তার বাইসাইকেলটি পড়ে ছিলো।
ড্রেন থেকে মরদেহটি তোলে আনার পর পরিচয় শনাক্ত করেন এলাকাবাসী। নিহত গৌতম সরকার ধলেশ্বরের ভলকাল ক্লাব এলাকার মৃত কানাই লাল সরকারের ছেলে। তিনি রাজধানীর হকার্স কর্ণারের একটি ব্যাগের দোকানে কাজ করতেন।
এসডিপিও অশোক কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসসিএন/জিপি