শুক্রবার (১২ জানুয়ারি) এ পদ খারিজ করেন বিধানসভার স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ।
জানা গেছে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহার অভিযোগের ভিত্তিতে স্পিকার এ সিদ্ধান্ত নেন।
কংগ্রেস দলের টিকিটে বিধায়ক রতন লাল নাথ জয়ী হলেও দীর্ঘদিন ধরে তিনি দলের কোনো কর্মসূচিতে যোগ দিচ্ছিলেন না।
অবশেষে গত ডিসেম্বর মাসে রতন লাল নাথ কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। এর পরই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস (টিপিসিসি) সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ করে রতন লাল নাথের ‘এমএলএ’ পদ বাতিলের দাবি জানান।
এ বিষয়ে বীরজিৎ সিনহা বাংলানিউজকে জানান, তার ওই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রতন লাল নাথের বিধায়ক (এমএলএ) পদ খারিজ করেন স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ।
কংগ্রেস দলের ভোটে জয়ী হয়ে অন্য দলে যাওয়া যায় না। তাই তিনি সংবিধান মেনে রতন লাল নাথের পদ খারিজের দাবি করেছিলেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসসিএন/এসআরএস