মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর মেলারমাঠ এলাকার সিপিআই (এম) দলের রাজ্য কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর।
তিনি জানান, একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং’র দিল্লীর বাড়িতে উত্তরপূর্ব ভারতে ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজন ধর আরও জানান, বিষয়টি ভারতের নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। যদি ঘটনা সত্যি হয় তবে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে ওই অভিযোগে। এছাড়াও বিষয়টি নিয়ে ভারত সরকারের কাছ থেকে স্পষ্ট বক্তব্য চেয়েছে সিপিআই (এম) দলের পলিট ব্যুরো।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসসিএন/এসআরএস