ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় বিজেপি-সিপিআই কর্মীদের মধ্যে সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আগরতলায় বিজেপি-সিপিআই কর্মীদের মধ্যে সংঘর্ষ বিজেপি ও শাসক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলায় নির্বাচন উপলক্ষে বুথ তৈরিকে কেন্দ্র করে বিজেপি ও শাসক দল সিপিআই (এম) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ জানুয়ারি) আগরতলার রামনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজেপির কর্মীর অভিযোগ করে বলেন, রামনগর এলাকায় নির্বাচন উপলক্ষে বুথ অফিস তৈরি করছিলেন তখন শাসক দলের কর্মরা তাদের ওপর হামলা চালায়।

পরে তারাও প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হন।  

অপরদিকে সিপিআই (এম) সমর্থকরা অভিযোগ করে বলেন, আগে বিজেপি কর্মী সমর্থকরা তাদের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর‌্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় রামনগর ৪নম্বর রোড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। খবর পেয়ে রামনগর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

তবে এ ঘটনায় উভয় পক্ষের কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।