শনিবার (২০ জানুয়ারি) রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় রঙ-বেরঙের এসব ফেস্টুন-ব্যানারে শোভা পাচ্ছে। এসব নির্বাচনের পোস্টার, ব্যানার খুলতে অভিযানে নেমেছে পশ্চিম জেলা প্রশাসন।
এদিন রাজধানীর উত্তর গেট এলাকা থেকে প্রচার সজ্জা খুলে নেওয়া শুরু হয়। এরপর আস্তাবল, রাধানগর, ভিআইপি রোডসহ আরো কিছু জায়গা থেকে লাগানো প্রচার সাজসজ্জা খুলে ফেলা হয়। অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে রাখা হয়েছে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা প্রশাসক মিলিন্দ রামটেক, জেলা পুলিশ সুপার অভিজিৎ শপ্তর্শীসহ অন্য কর্মকর্তারা।
মিলিন্দ রামটেক সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে জেলা প্রশাসন এ কাজ শুরু করেছে। বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে ব্যানার, ফেস্টুন লাগানো যাবে না। এমনকি ব্যক্তিগত সম্পত্তিতে রাজনৈতিক দলের নির্বাচনী ব্যানার, ফেস্টুন লাগালে হলে সেই ব্যক্তির কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে ও সেই কপি প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এসসিএন/এএটি