শনিবার (২০ জানুয়ারি) দিনগত রাত ৩টা ২৫মিনিটে কলকাতার ত্রিপুরার নিজ ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
রোববার (২১ জানুয়ারি) তার মৃত্যুর খবরটি বাংলানিউজকে জানিয়েছেন সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর।
এদিন বিকেলে প্লেনে করে তার মরদেহ আগরতলায় নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন বিজন ধর।
খগেন দাস ৪ সেপ্টেম্বর ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ত্রিপুরা বিধানসভার সদস্য ছিলেন। তিনি ১৯৮৩ থেকে ১৯৮৮ পর্যন্ত মন্ত্রীর দায়িত্বেও ছিলেন। ভারতের ১৪ তম লোকসভায় তিনি পশ্চিম ত্রিপুরা আসন থেকে এমপি ছিলেন।
তিনি বামপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন। সি পি আই (এম) দলের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। তার প্রয়াণে রোববার ও সোমবার পার্টির কোনো ধরনের কর্মসূচি পালিত হবে না। ২২ জানুয়ারির সভা অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। কমিটির কার্যালয়ে দু'দিন দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এসসিএন/এএটি