বি জে পি বলেছিলো তারা ক্ষমতায় এলে বিদেশ থেকে আসা অর্থ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেবে, কিন্তু চার বছরের অভিজ্ঞতা বলছে জিনিষ পত্রের দাম কমেনি, বরং প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বিদেশে জমানো অর্থ আসেনি।
রোববার (২৮ জানুয়ারি) পশ্চিম জেলার মোহনপুর বিধানসভা এলাকার সি পি আই (এম) প্রার্থীর সমর্থনে আয়োজিত সমাবেশে এভাবে বি জে পি সরকারের সমালোচনা করেন তিনি। পাশাপাশি তিনি ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি সম্পর্কে বলেন 'উঠে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়িয়েছেন, এখন সময় রূখে দাঁড়াবার'।
রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার আহবানে মোহনপুরের বাইপাস মাঠে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন এই বিধানসভার বামফ্রন্ট প্রার্থী সুভাষ দেবনাথ, সীমনা বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রণব দেববর্মা প্রমুখ। এছাড়া এদিন সমাবেশে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৮
এসসিএন/এমএমএস