ভোটের প্রচারে দু’দিনের জন্য শুক্রবার(৯ ফেব্রুয়ারি) ত্রিপুরা রাজ্যে আসেন ও প্লেনে করে আগরতলা পৌঁছে আবার হেলিকপ্টারে চেপে সিপাহীজলা জেলায় চলে যান ও বিভিন্ন জায়গায় জনসভা করেন।
সফরের দ্বিতীয় দিন সন্ধ্যায় রাজধানী আগরতলায় আসেন ও দুটি জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এই সভায় লকেট চ্যাটার্জী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বি জে পি'র নারী মোর্চার সভানেত্রী পাপিয়া দত্তসহ অন্য নেত্রীরা।
সভা দুটিতে বক্তব্য রাখতে গিয়ে লকেট চ্যাটার্জী বলেন - আজ দেশে নারীদের ক্ষমতায়ন করা হচ্ছে সেখানে ত্রিপুরা রাজ্যে প্রায় প্রতিদিন নারীরা লাঞ্চিত ও ধর্ষিত হচ্ছে। শুধু এখানেই শেষ নয় নির্যাতিতারা বিচার পান না।
মানুষই এই সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন কিন্তু তারা আজ মানুষের জন্য কোনো কাজ করছেনা। এই অবস্থা থেকে মুক্তি পেতে বি জে পি'কে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান লকেট।
বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসসিএন/এসআইএস