সোমবার (১২ ফেব্রুয়ারি) আগরতলায় একটি বেসরকারি হোটেলে দলের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সর্বভারতীয় সভাপতি বলেন, আগামী নির্বাচনে ত্রিপুরা রাজ্যে সরকার গঠন করছে যাচ্ছে বিজেপি।
অমিত শাহ বলেন, ২৫ বছরে বাম সরকার রাজ্যে সাত লাখ বেকার তৈরি করেছে। গড়ে প্রতিদিন পাঁচটি করে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এর মধ্যে দু’টি ধর্ষণ সংক্রান্ত। তাই, ভোটে হার নিশ্চিত জেনে হিংসার আশ্রয় নিচ্ছে সিপিআই (এম) দল।
বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসার পর ত্রিপুরা, উত্তরপূর্ব ভারতের উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের সঙ্গে রেলপথ স্থাপনসহ অন্যান্য বিষয়।
আগামীতে বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় এলে, রাজ্যের সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন দেওয়া হবে, যুবকদের বিনামূল্যে স্মার্ট ফোন দেওয়া হবে, শ্রমিকদের মজুরি বৃদ্ধিকরা হবে। সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বিমা করে দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানান অমিত শাহ।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এসসিএন/ওএইচ/