নির্বাচনী প্রচারণায় ত্রিপুরা সফরে এসে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আগরতলার কৃষ্ণনগর এলাকার বিজেপি'র ত্রিপুরা প্রদেশ কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
আদিত্য নাথ অভিযোগ করে বলেন, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার কোনো উন্নয়নমূলক কাজ করেননি।
তিনি আরও বলেন, প্রশাসনিক ব্যবস্থাকে রাজনীতি করণ করা হয়েছে। পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। রাজ্যের কর্মচারীদের জন্যও সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করেনি। এ থেকেই বোঝা যায় সাধারণ মানুষের জন্য কি কাজ করছে এই বামফ্রন্ট সরকার। শাসক দলের দুষ্কৃতিদের হাতে ইতোমধ্যে ত্রিপুরা রাজ্যের ১১জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিজেপি'র ত্রিপুরা প্রদেশ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এদিন গোমতী জেলার ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দেওয়া ছাড়াও একাধিক জেলায় সভা করার কথাও রয়েছেন এবং রাতেই উত্তরপ্রদেশ ফিরে যাবেন আদিত্য নাথ।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এসসিএন/আরআইএস/