সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য রাজ্যের পশ্চিম জেলায় মোট ৭শ’ ৭৩টি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী।
বাহিনীর মধ্যে রয়েছে সিআরপিএফ, কেরালা পুলিশ, রাজস্থান পুলিশ, রাজস্থান বর্ডার পুলিশ, র্যাব, আরপিএফ, আইআরবির সদস্য।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাকি চৌহান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, সামরিক বাহিনী ৩শ' ৫৬টি ভাগে ভাগ হয়ে পশ্চিম জেলায় পাড়ায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা তা দেখবে। এছাড়া অন্যরাজ্য থেকে ত্রিপুরায় আসা সব যানবাহন ও যাত্রীদের সঙ্গে রাখা ব্যাগও তল্লাশি করা হচ্ছে। আন্তর্জাতিক ও আন্তরাজ্য সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটের জন্য নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ত্রিপুরারাজ্যকে
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এএটি