ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে ভোটগ্রহণ কর্মীরা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে ভোটগ্রহণ কর্মীরা  ত্রিপুরায় সরঞ্জামাদিন কেন্দ্রে যাচ্ছেন ভোটগ্রহণ কর্মীরা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): রোববার (১৮ ফেব্রুয়ারি) ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠত হবে। এদিন রাজ্যের ৬০টি বিধানসভা আসনের বিভিন্ন কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হবে। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্টোর রুম থেকে ইলেক্টনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) ভোটগ্রহণের জন্য অন্যান্য সামগ্রী নিয়ে ভোট কর্মীরা নিজ নিজ কেন্দ্রে যাচ্ছেন।  

স্থানীয় সময় সকাল ৯টা থেকে কর্মীরা সামগ্রী নিয়ে রওনা দেন।

নিরাপত্তা কর্মীরা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের নিয়ে যান।  

পশ্চিম জেলার সকল ভোটগ্রহণ কেন্দ্রে কর্মীরা উমাকান্ত একাডেমির স্টোর রুম থেকে ইভিএম ও ভোটের সামগ্রী নিয়ে যান।  

নির্বাচন প্রক্রিয়া অবাদ ও শান্তিপূর্ণ করার জন্য প্রচুর সংখ্যক নিরাপত্তা কর্মী ভোট কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে।  

এখন পর্যন্ত ভোটগ্রহণকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।