অবৈধ মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারিভাবে পদক্ষেপ দেওয়ার দাবি জানিয়ে সোমবার (২৬ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি বন্ধের ডাক দিয়েছেন তারা। এসময় আখাউড়া সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্ট তাদের দাবির পক্ষে বিক্ষোভ-মিছিল করে কয়েকশ মাছ ব্যবসায়ী।
বাংলাদেশ থেকে মাছ আমদানিকারক ব্যবসায়ীদের অভিযোগ আইসিপি দিয়ে প্রতিদিন প্রায় ৭০ টন মাছ আমদানি করা হয়। সব ধরনের পরিক্ষা শেষে মাছ ব্যবসায়ীদের হাতে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সকাল ৬টার মধ্যে প্রায় ১শ’৫০টন মাছ আমদানি করে। এতে বৈধ ব্যবসায়ীদের লোকসান গুনতে হয়।
তাই এ অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারিভাবে পদক্ষেপ দেওয়ার দাবি জানিয়ে বাংলাদেশ থেকে অনির্দিষ্টকালের জন্য মাছ আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, অবৈধ মাছ আমদানির ফলে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সরকার রাজস্ব হারাচ্ছে। এছাড়া ভারত ও বাংলাদেশে মাছ ব্যবসার সঙ্গে যুক্ত শ্রমিকরা কাজ হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ ব্যাপারে সরকার বিশেষ পদক্ষেপ না নিলে মাছ আমদানিকারকরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছে ব্যবসায়ী বিমল রায়।
এ বিষয়ে আইসিপি কর্তৃপক্ষ বা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এসসিএন/ওএইচ/