শনিবার (০৩ মার্চ) ত্রিপুরা বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৫৯টি আসনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ গণনায় দুপুর পর্যন্ত ৩৮টি আসন পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি।
আর মুখ্যমন্ত্রী মানিক সরকারের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট) এগিয়ে আছে ২০টি আসনে।
জানা যায়, নির্বাচনের ভোট মোট ৪ রাউন্ড গণনা করা হবে। এরই মধ্যে ২ রাউন্ড গণনা শেষ হয়েছে। প্রাথমিক গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে বামফ্রন্টকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বিজেপি।
গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দল একটি আসন পেয়েছে। তবে কংগ্রেস কোনো আসন পায়নি।
এদিকে সিপিএম প্রার্থী রমেন্দ্র নারায়ন দেববর্মার মৃত্যুতে চারিলাম আসনে ভোট স্থগিত করা হয়েছে। ওই আসনে আগামী ১২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সর্বশেষ তথ্যমতে, সেভেন সিস্টার্সের অপর রাজ্য নাগাল্যান্ডেও এগিয়ে রয়েছে বিজেপি জোট। আর কংগ্রেস এগিয়ে আছে মেঘালয়ে।
এদিকে বিপুল ভোটে এগিয়ে থাকার খবর ছড়িয়ে পড়লে আগরতলার বিভিন্ন সড়কে নেমে উল্লঅস করছেন বি জে পি কর্মী-সমর্থকরা। গেরুয়া আবির নিয়ে খেলায় মেতে ওঠেছেন তারা। অনেককে বাজি পোড়াতেও দেখা গেছে। কেউ কেউ আবারও শোভাযাত্রাও বের করেছেন।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এনএইচটি/এমএ