রোববার (০৪ মার্চ) দুপুরে ভারতের রাজধানী দিল্লি থেকে প্লেনে করে তার মরদেহ আগরতলায় নিয়ে আসা হয়।
বিমানবন্দর থেকে তার মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় বিধানসভা ভবনে; সেখান থেকে মহাকরণে।
এরপর খগেন্দ্রের মরদেহ নিয়ে যাওয়া হয় সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির প্রধান কার্যালয়ে। সেখানে খগেন্দ্র জমাতিয়ার মরদেহ দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয় এবং শ্রদ্ধা জানানো হয়।
এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ও দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর, দলের মুখপাত্র গৌতম দাস, পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র করসহ অন্যান্য নেতারা খগেন্দ্র জমাতিয়ার মরদেহে শ্রদ্ধা জানান।
শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ত্রিপুরার খোয়াই জেলার কৃষ্ণনগর এলাকার নিজ বাস ভবনে। সেখানেই তার শেষ কৃত্য সম্পন্ন হবে।
এর আগে, শুক্রবার (২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টা ১০মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খগেন্দ্র জমাতিয়া।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসসিএন/আরআইএস/