ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আগরতলা

লেনিন মূর্তি ভাঙায় নিন্দা জানালো সিপিআই (এম)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, মার্চ ৬, ২০১৮
লেনিন মূর্তি ভাঙায় নিন্দা জানালো সিপিআই (এম) লেনিন মূর্তি ভেঙে ফেলা হচ্ছে

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলা সদরের বিলোনিয়া শহরের কলেজ স্কোয়ারে লেনিন মূর্তি ভেঙে ফেলার ঘটনায় নিন্দা জানিয়েছে সিপিআই (এম)।

ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য তথা সাবেক মন্ত্রী পবিত্র কর বাংলানিউজকে বলেন, বিজেপির যুব মোর্চার নেতাকর্মীরা তালিবানি কায়দায় ঘৃণ্য এই কাজটি করেছে।  

সোমবার (৫ মার্চ) ত্রিপুরার বিলোনিয়া শহরে লেনিনের ১০ ফুট উঁচু লেনিন মূর্তি ভেঙে ফেলা হয়।

 

তিনি বলেন, নির্বাচনের পর রাজ্য কোথায় চলে যাচ্ছে। একের পর এক সিপিআই (এম) দলের অফিস ভেঙে ফেলা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, আক্রান্ত হচ্ছে দলের কর্মীরা। আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষও।

এ বিষয়ে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাজ্যে যারা শৃঙ্খলা নষ্ট করছে বা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ৬ মার্চ, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।