রোববার (১১ মার্চ) দুপুরে দক্ষিণ জেলা সদরের বিলোনীয়া কলেজ স্কোয়ারে সেই ভাস্কর্যস্থল পরিদর্শনে যান সিপিআই (এম) সাধারণ সম্পাদক সীমারাত ইয়েচুরি।
এ সময় দলের পলিট ব্যুরো সদস্য ও সদ্য সাবেক ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাদল চৌধুরী, দলের মুখপাত্র গৌতম দাসসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
পরে বিলোনীয়া এলাকায় সিপিআই (এম) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সীতারাম বলেন, স্ট্যাচু ভেঙে ফেললেও মানুষের মন থেকে লেনিনের আদর্শকে মুছে ফেলা যাবে না। তাই এমন কাজ যারা করছে, তারা সফল হবে না।
গত ৩ মার্চ ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ফলাফলে লাল দুর্গ হটিয়ে বিপুল আসনে জয় পায় বিজেপি। বামদের অভিযোগ, নির্বাচনের জয় পাওয়ার পর গত ৪ মার্চ বিজেপির যুব মোর্চার একদল উগ্র সদস্য বিলোনীয়া কলেজ স্কোয়ারে বুলডোজার দিয়ে লেলিনের ভাস্কর্যটি ভেঙে ফেলে।
এ ঘটনার পর সমালোচনার ঝড় রাজ্য পেরিয়ে পৌঁছে পুরো ভারতবর্ষে। সমালোচিত হয়েছে আন্তর্জাতিক মহলেও। এমনকি লেনিনের নিজ দেশ রাশিয়াতেও এ ঘটনার নিন্দা জানিয়ে রাস্তায় বিক্ষোভ করেছেন বামপন্থিরা।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এমএ/