স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে আক্রান্ত এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মার্চ) মহাকরণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী সুদীপ রায়বর্মণ জানান, গত ১ মার্চ থেকে উত্তর জেলার কদমতলা ও কুর্তি এলাকায় আন্ত্রিকের প্রাদুরভাব দেখা দিয়েছে।
বর্তমানে মহকুমা ও জেলা স্তরের স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্বাস্থ্য শিবির খুলে পরিসেবা দিচ্ছে। আগরতলা থেকে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসসিএন/এসআরএস