ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
ত্রিপুরায় ২ জনের মৃত্যু

আগরতলা: ত্রিপুরা রাজ্যের উত্তর জেলায় আন্ত্রিকে আক্রান্ত হয়ে ইতোমধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরো অনেকে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে আক্রান্ত এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।
 
মঙ্গলবার (১৩ মার্চ) মহাকরণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী সুদীপ রায়বর্মণ জানান, গত ১ মার্চ থেকে উত্তর জেলার কদমতলা ও কুর্তি এলাকায় আন্ত্রিকের প্রাদুরভাব দেখা দিয়েছে।

এসব এলাকার আক্রান্ত মানুষের রক্ত ও মলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে কি হয়েছে।
 
বর্তমানে মহকুমা ও জেলা স্তরের স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্বাস্থ্য শিবির খুলে পরিসেবা দিচ্ছে। আগরতলা থেকে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।