শুক্রবার (১৬ মার্চ) এক দিনের এ বৈঠকে অন্যান্যদের সঙ্গে যোগ দিয়েছেন দলের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও একমাত্র পলিটব্যুরো সদস্য মানিক সরকার।
সূত্র জানায়, বৈঠকে ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনে সিপিআই(এম)’র পার্টি কংগ্রেসের পরাজয়ের দুর্বল সংগঠনকে দায়ী করা হয়েছে।
একের পর এক রাজ্যে সিপিআই(এম) দলের পরাজয় সর্ব ভারতীয় নেতারা চিন্তিত। এই অবস্থায় দলের পরবর্তী দিনের রণনীতি স্থির করা হবে। তবে আগামী ১৮ থেকে ২২ এপ্রিল অন্ধ্রপ্রদেশ রাজ্যের হাদ্রাবাদ শহরে পলিটব্যুরো বৈঠকে পার্টি কংগ্রেসে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সূত্র জানায়।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এসসিএন/জিপি