শনিবার (১৭ মার্চ) রাজ্যের রাজধানী আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে একটি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
এ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের উপমুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা।
শনিবার সকালে সহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার মো. সেখাওয়াত হোসেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সহকারী হাইকমিশনার মো. শেখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব মো. মনিরুজ্জামান ও দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানের উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপমুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা।
এরপর স্থানীয় এলাকার শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় বসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রচুর সংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এসসিএন/এনএইচটি