শাসক দলের দুষ্কৃতিদের এখন প্রধান লক্ষ্য হচ্ছে- রাজ্যের বিভিন্ন স্থানে থাকা সি পি আই (এম) দলের অফিসগুলি। এগুলোতে আগুন লাগানো হচ্ছে।
শনিবার (১৭ মার্চ) সন্ধ্যায় আগরতলার মেলারমাঠ এলাকার সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে এক সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ করেন।
তিনি আরো বলেন, রাজ্যের সন্ত্রাস কবলিত এলাকা ঘুরে দেখতে এদিন সি পি আই (এম) দল'র একটি টিম খোয়াই জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখে। জেলার বেশির ভাগ অফিস আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর কিছু কিছু অফিস দখল নিয়েছে বি জে পি এবং আই পি এফ টি দল।
এমনকি সি পি আই (এম) দলের বিভিন্ন অফিসে অস্ত্র আছে অভিযোগ এনে জোর করে পুলিশ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন গৌতম দাস।
এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সি পি আই (এম) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জীতেন্দ্র চৌধুরী।
এসময় তিপ্রাল্যান্ড রাজ্যের দাবিতে দিল্লি যাবার নাম করে আই পি এফ টি দলের কর্মীরা জোর করে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার রুপি সংগ্রহ করছে বলেও অভিযোগ করেন।
বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৮
এসসিএন/আরএ