ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় রাস্তার পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
ত্রিপুরায় রাস্তার পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার রাস্তার পাশ থেকে উদ্ধার করা অস্ত্র। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার একটি রাস্তার পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ মার্চ) সিপাহিজলা জেলার সোনামুড়া থানার বড়মুড়া এলাকার রাস্তার পাশে অস্ত্রগুলো পড়ে থাকতে দেখেন পথচারীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সোনামুড়া থানায়।

খবর পেয়ে পুলিশ এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সোনামুড়া মহকুমা পুলিশের কর্মকর্তা গমনজয় রিয়াং।

উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১১টি হাতে তৈরি বন্দুক, ৬টি বড় বড় তরবারি। অস্ত্রগুলো দেখে পুলিশের অনুমান, এগুলো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। ফলে অস্ত্রগুলোতে মরিচা পড়েছে।

কীভাবে এসব অস্ত্র রাস্তার পাশে এলো, তা জানা যায়নি। এরসঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এর আগে ১২ মার্চ রাজ্যের রাজধানী আগরতলার নাগেরজলা মোটরস্ট্যান্ডের বামপন্থী শ্রমিক সংগঠনের সিআইটিইউ’র বন্ধ অফিস ঘর থেকে দা, বল্লম, তরবারিসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।