রোববার (১৮ মার্চ) সন্ধ্যায় মহাকরণের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ঞু দেববর্মা।
তিনি বলেন, রাজ্যের উন্নয়নের জন্য আর্থিক সাহায্য আনতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সন্ধ্যায় দিল্লি গেছেন।
যীষ্ঞু দেববর্মা আরো বলেন, এ ঋণের বুঝা কমাতে ত্রিপুরা সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করা হবে। রাজস্ব আদায় বৃদ্ধি করা হবে ও ভারত সরকারের কাছে আর্থিক সহায়তা চাওয়া হবে। আগের সরকারের করে যাওয়া বেহাল অবস্থার মধ্যেও বর্তমান সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে।
পরে রাজ্যের বর্তমান আর্থিক অবস্থা সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করেন অর্থমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসসিএন/টিএ