ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার আর্থিক অবস্থার শ্বেতপত্র প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
ত্রিপুরার আর্থিক অবস্থার শ্বেতপত্র প্রকাশ অর্থমন্ত্রী যীষ্ঞু দেববর্মা

আগরতলা: ১১ হাজার ৩৫৫ দশমিক ৫৩ কোটি রুপি ঋণের বুঝা নিয়ে ত্রিপুরা রাজ্যের নতুন সরকার ক্ষমতায় বসেছে। এ ঋণ আগের সরকার রেখে গেছে।

রোববার (১৮ মার্চ) সন্ধ্যায় মহাকরণের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ঞু দেববর্মা।

তিনি বলেন, রাজ্যের উন্নয়নের জন্য আর্থিক সাহায্য আনতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সন্ধ্যায় দিল্লি গেছেন।

তিনি এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী অরুণ জেটলিসহ অন্যান্য মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

যীষ্ঞু দেববর্মা আরো বলেন, এ ঋণের বুঝা কমাতে ত্রিপুরা সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করা হবে। রাজস্ব আদায় বৃদ্ধি করা হবে ও ভারত সরকারের কাছে আর্থিক সহায়তা চাওয়া হবে। আগের সরকারের করে যাওয়া বেহাল অবস্থার মধ্যেও বর্তমান সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে।

পরে রাজ্যের বর্তমান আর্থিক অবস্থা সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসসিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।