সোমবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন ও বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি অমিত সাহ'র সঙ্গে স্বাক্ষাত করেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে সঙ্গে নিয়ে রোববার (১৮ মার্চ) রাতের প্লেনে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
স্বাক্ষাতে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
রাজ্যের কল্যাণে ভারত সরকারের কাছে আর্থিক অনুদানের জন্য দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থ দফতরের মন্ত্রী অরুণ জেটলি'র সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন বলেও জানা যায়।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এসসিএন/জিপি