রোববার (০১ এপ্রিল) আগরতলার সহকারী হাইকমিশন কার্যালয়ে সহকারী হাইকমিশনার মো. সেখাওয়াত হোসেন এক সংবাদ সম্মলনে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে বুধবার (৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫মিনিটে আনন্দ শোভাযাত্রা করা হবে।
শোভাযাত্রা শেষে রবীন্দ্র ভবনের সামনে আম্রকুঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শিল্প গোষ্ঠীর পাশাপাশি বাংলাদেশের শিল্পীরা অংশ নেবেন।
আনন্দ শোভাযাত্রায় আগরতলাবাসীকে স্বপরিবারে উপস্থিত থাকার আহ্বান জানান সহকারী হাইকমিশনার সেখাওয়াত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মিশনের প্রথম সচিব মো. মনিরুজ্জামান এবং দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এসসিএন/আরআইএস/