বুধবার (৪ এপ্রিল) রাজ্যের মহাকরণে এ উপলক্ষে পরিবহন দফতরের মন্ত্রী প্রাণজীৎ সিংহ রায়'র নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পরিবহন দফতরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশসহ অন্যান্য দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রী প্রাণজীৎ সিংহ রায় সাংবাদিকদের জানান, এ বছরের সড়ক সুরক্ষার প্রতিপাদ্য ‘সড়ক সুরক্ষা জীবন সুরক্ষা’। এ স্লোগানে আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতে এ কর্মসূচি উদযাপন করা হবে। জন সাধারণের সুবিধার জন্য আরও কিছু নতুন সিটি বাস চালু করা হবে।
রাজধানীর যানজটের সমস্যা সমাধানের জন্য কিছু কিছু সড়কে দিনের বিশেষ বিশেষ সময় ওয়ানওয়ে ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এসসিএন/আরআইএস/