আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন উদ্যোগে বুধবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথ প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় সহকারী হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মীচারিরা ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি আগরতলার বুদ্ধিজীবী, বিভিন্ন বয়সী মানুষসহ কচিকাঁচারাও অংশ নেয়।
শোভাযাত্রা শেষে আবারও রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনের আম্রকুঞ্জের তলায় এসে জড়োহন। সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলন- সহকারী হাইকমিশনার মো. সেখাওয়াত হোসেন, প্রথম সচিব মো. মনিরুজ্জামান, দ্বিতীয় সচিব ইকবাল হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
কিভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরবর্তী সময় তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এ বিষয়টি আলোচনায় উঠে আসে।
আলোচনা শেষে রাজধানীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পবেশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
জিপি