শনিবার (৭ এপ্রিল) আগরতলায় ‘প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা’ প্রকল্পে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের যুবক ও তরুণীদের বিভিন্ন কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষক এনে প্রশিক্ষণ দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন, অর্থ দফতরের প্রধান সচিব এম নাগা রাজু।
ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্ট মিশন এবং ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে যুবক তরুণীরা অংশ নেন।
শেষে মুখ্যমন্ত্রী প্রশিক্ষণে অংশ নেওয়া যুবক তরুণীদের হাতে সনদপত্র তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এসসিএন/আরআইএস/