মঙ্গল ও বুধবার (১১ এপ্রিল) দলের ত্রিপুরা রাজ্য কমিটি দু’দিনের বৈঠকে বসে পরাজয়ের কারণ খোঁজে বের করে।
বৈঠক শেষে বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন ডেকে একথা জানান দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর।
তিনি বলেন, বি জে পি এবং আর এস এস'র কাজ সম্পর্কে তাদের ধারণা ছিলো না। বি জে পি নির্বাচনের আগে প্রচুর অর্থ খরচ করেছে ত্রিপুরা রাজ্যের জনজাতি ও সাধারণ মানুষের মধ্যে। এর জন্য তারা ব্যাংক এবং এনজিও-কে কাজে লাগিয়েছিলো বলে অভিযোগ করা হয়।
সেইসঙ্গে স্বজন পোষণ, দুর্নীতির সঙ্গে সি পি আই (এম) দলের একাংশ নেতা জড়িয়ে পড়েছিলেন বলেও স্বীকার করেন তিনি।
এদিন বিজন ধর আবারো অভিযোগ করেন একাংশ মিডিয়া বি জে পি’র হয়ে কাজ করেছিলো।
তিনি আরো বলেন, রাজ্যব্যাপী দলের শুদ্ধিকরণ অভিযান চলবে ও যারা কঠিন সময়ে দলের পাশ থেকে সরে দাঁড়িয়েছেন, দল থেকে তাদের সদস্যপদ বাতিল করা হবে।
রাজধানীর মেলারমাঠ এলাকার দশরথদেব স্মৃতিভবনে দলের ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে এই সংবাদ সম্মেলন করা হয়।
বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এসসিএ/জেডএস