বৃহস্পতিবার (১২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
শিক্ষামন্ত্রী জানান, প্রাইভেট পার্টনারশিপ মডেলে হবে প্রতিষ্ঠানটি। ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ৬৭ লাখ রুপি। প্রতিষ্ঠানটিতে সহযোগী অংশিদার হিসেবে থাকবে রাষ্ট্রায়ত্ব সংস্থা ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি) এবং নর্থইস্ট ইলেক্ট্রিক পাওয়ার করপোরেশন (এনইইপিসিও)।
প্রতিষ্ঠানটি নির্মাণে মোট ব্যয়ের মধ্যে ত্রিপুরা সরকার ৪৪ কোটি ৮০ লাখ রুপি, ওএনজিসি ২ কোটি ৬৭ লাখ রুপি, এনইইপিসিও ৫৬ লাখ রুপি বহন করবে। এরপরও যদি আরো রুপি'র প্রয়োজন হয় তা ত্রিপুরা সরকার বহন করবে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এসসিএন/ওএইচ/