এরা হলেন- সাবেক পূর্ত, স্বাস্থ্য ও অর্থ দফতরের মন্ত্রী বাদল চৌধুরী এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী বিজিতা নাথ।
সিবিআই কলকাতা অফিসের একটি টিম সিপিআই (এম) দলের বিধায়ককে জিজ্ঞাসাবাদ করবে।
সূত্রে জানা গেছে, ত্রিপুরা বিধানসভার স্পিকার তদন্তকারী সংস্থাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।
আগামী ২৫ এপ্রিল উত্তর জেলার কদমতলা এলাকার বাড়িতে গিয়ে সিবিআই টিম বিজিতা নাথকে এবং ২৬ এপ্রিল আগরতলার দুই নম্বর এমএলএ হোস্টেলে বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করবে।
এর আগে, মন্ত্রীর দায়িত্ব পালনকালে মহাকরনে বিজিতা নাথ'র দফতরে সিবিআই এ ইস্যুতেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল।
বাংলাদেশ সম: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এসসিএন/আরআইএস/