বুধবার (২৫ এপ্রিল) বিকেলে দুই ঘণ্টার বেশি সময় ধরে সিবিআই সদস্যরা রাজধানীর আগরতলার শিশু বিহার স্কুল সংলগ্ন দুই নম্বর এমএলএ হোস্টেলে তাকে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদ শেষে বিজিতা নাথ'র আইনজীবী হরিবল দেবনাথ সাংবাদিকদের বলেন, রোজভ্যালি চিটফান্ড সংক্রান্ত বিষয়ে সিবিআই'র দুইজন সদস্য বিধায়ক বিজিতা নাথকে জিজ্ঞাসাবাদ করেছে।
সাবেক মন্ত্রী বিজিতা নাথ বাংলানিউজকে বলেন, গত আট মাস আগে সিবিআই সদস্যরা রোজভ্যালি সংক্রান্ত বিষয়ে জানতে চেয়ে ছিলো। তারা আমার বক্তব্য গুলো রেকর্ড করে নিয়ে গেছেন। তবে কি কি প্রশ্ন করেছে তা বলেননি বিজিতা নাথ।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এসসিএন/আরআইএস/