সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই-কমিশনের বিদায়ী প্রথম সচিম মো. মনিরুজ্জামান, বাংলাদেশের আবৃত্তি শিল্পী ও সাহিত্য ব্যক্তিত্ব কাজি মাহাতাব সুমন, বাংলাদেশের আবৃত্তি শিল্পী মনির হোসেন, ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক জাতীয় পুরস্কার প্রাপ্ত অগ্নিকুমার আচার্য্য, ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট প্রাবন্ধিক ড. আশিষ কুমার বৈদ্য, রাজ্যের সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক প্রমুখ।
ত্রিপুরা বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদের পক্ষ থেকে বিদায়ী সচিব মো. মনিরুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়। সংস্থার সভাপতি অগ্নি কুমার আচার্য্য ও সাধারণ সম্পাদক অমিত ভৌমিক মো. মনিরুজ্জামানের হাতে এ সংবর্ধনা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে ভারত-বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আগত অতিথিরা। অনুষ্ঠানে ড. আশিষ কুমার বৈদ্যের সম্পাদিত একটি বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ভারত-বাংলাদেশের শিল্পীরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী সাওলী রায়।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এসসিএন/ওএইচ/