সোমবার (৭ মে) সকালে আগরতলার কামলঘাট এলাকার ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যায় সেই সঙ্গে বৃষ্টিও হয়। এতে বহু কাঁচা ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি ভেঙে পড়েছে।
আগরতলা-খোয়াই রাস্তার ওপর বড় বড় গাছ ভেঙে পড়ায় বিঘ্নিত হয় যান চলাচল। পরে রাস্তার ওপর পড়ে থাকা গাছ ও বিদ্যুতের খুঁটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঝড়ের কারণে কামালঘাট ও তার পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ ও টেলি পরিষেবা বিঘ্নিত হয়েছে। বহু কাঁচাবাড়ি ভেঙে পড়েছে। এদিনের ঝড়ে মোহনপুর মহকুমায় ব্যাপক ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এসসিএন/এসআরএস