নিহতেরা হলেন-ত্রিপুরা রাজ্য রাইফেলস'র (টিএসআর) ৫ম ব্যাটেলিয়নের জওয়ান মানিক ঘোষ (৪০), তার স্ত্রী রত্না ঘোষ, ছেলে দীপরাজ ঘোষ ও মেয়ে দেবসীতা ঘোষ।
এ ঘটনার খবর পেয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিংসহ পুলিশের অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
পুলিশ সুপার সংবাদমাধ্যমকে জানান, সকালেই মানিক তার কর্মস্থল থেকে বাড়ি আসেন। এরপর তিনি তার সার্ভিস রাইফেল থেকে গুলি করে স্ত্রী ও দুই সন্তানকে খুন করেন। তাদের হত্যার পর মানিক আত্মহত্যা করেন।
পুলিশ সুপার আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আসল কারণ জানা যাবে।
এদিকে এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনা সম্পর্কে ধোঁয়াশা রয়েছে। অস্ত্র নিয়ে বাড়ি আসায় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ৮ মে, ২০১৮
এসসিএন/আরআর