ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

সিআইটিইউ’র ভেঙে ফেলা অফিস ঘুরে দেখলেন মানিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মে ৮, ২০১৮
সিআইটিইউ’র ভেঙে ফেলা অফিস ঘুরে দেখলেন মানিক ভেঙে ফেলা অফিস ঘুরে দেখছেন মানিক। ছবি: বাংলানিউজ

আগরতলা: প্রশাসনের ভেঙে ফেলা সিপিআই (এম) সমর্থিত শ্রমিক সংগঠন সিআইটিইউ’র অফিস চত্বর ঘুরে দেখলেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলের নেতা মানিক সরকার।

মঙ্গলবার (০৮ মে)  আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় পৌঁছে প্রশাসনের ভেঙে ফেলে চত্বরের পুরোটা ঘুরে দেখেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন রাজ্যের আরও দুই সাবেক ও বর্তমান বিধায়ক মন্ত্রী তপন চক্রবর্তী এবং রতন ভৌমিক, সাংসদ শঙ্কর প্রাসাদ দত্তসহ দলের নেতৃবৃন্দ।

মানিক সরকার পুরাতন মোটর স্ট্যান্ডে পৌঁছে আশেপাশের ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন।  

সব শেষে মানিক সরকার বলেন, রাজ্য সরকার সবার সঙ্গে কথা বলে এই কাজ করতে পারতো। কিন্তু তা না করে তারা শক্তি প্রদর্শন করছে। নির্বাচনে জয়ের পর থেকেই রাজ্য সরকার এধরনের শক্তি প্রদর্শনের কাজ করে আসছে।  

এর আগে সোমবার (৭ মে) আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে উঠা রাজনৈতিক দলের অফিস ও অঙ্গ সংগঠনের শাখা অফিস ভেঙে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ০৮ মে, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।