ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নতুন মুখ্যমন্ত্রী ত্রিপুরায় তুঘলকি শাসন চালাচ্ছেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মে ১১, ২০১৮
নতুন মুখ্যমন্ত্রী ত্রিপুরায় তুঘলকি শাসন চালাচ্ছেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তুঘলকি শাসন চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।

শুক্রবার (১১ মে) আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার প্রদেশ কংগ্রেস ভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

বীরজিৎ সিনহা বলেন, নতুন সরকার ক্ষমতায় বসার পর থেকে একের পর এক জন বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে।

এর মধ্যে অন্যতম দু’টি সিদ্ধান্ত হলো-সাড়ে চার লাখ মানুষের সামাজিক ভাতা বন্ধের ঘোষণা এবং বিরোধী কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলের বহু প্রাচীন অফিস ভেঙে ফেলা। এগুলো স্বৈরাচারী সিদ্ধান্ত। ভারতের কোনো রাজ্যে আগে কখনো এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আদালত অবমাননা করে সরকার বাজনৈতিক দলগুলোর অফিস ভেঙেছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজ্য সরকারের এ জন বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ১৭ মে আগরতলায় মিছিল করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল। এরপর রাজ্য সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে লাগাতার আন্দোলন কর্মসূচি চালানো হবে।

ঘোষণা দেওয়ার পর এখনও ত্রিপুরা সরকার কর্মচারীদের সপ্তম পে কমিশন দিচ্ছে না কেন? এ প্রশ্নও তোলেন বীরজিৎ সিনহা।

সংবাদ সম্মেলনে বীরজিৎ সিনহা ছাড়াও সাবেক বিধায়ক গোপাল রায়, তাপস দে প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মে ১১, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।