ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার একাধিক জায়গা থেকে বিপুল মাদকদ্রব্য জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুন ২, ২০১৮
ত্রিপুরার একাধিক জায়গা থেকে বিপুল মাদকদ্রব্য জব্দ জব্দ হওয়া মাদকদ্রব্যের একাংশ। ছবি: বাংলানিউজ

আগরতলা: চলমান মাদকবিরোধী অভিযানে রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে ত্রিপুরা পুলিশ। 

শনিবার (২ জুন) পশ্চিম জেলা এবং খোয়াই জেলায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।  

পুলিশ সূত্রে জানা যায়, আগাম খবরের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ খোয়াই জেলার রতনপুর এলাকার অজিত দেববর্মার বাড়িতে অভিযান চালায়।

তার ঘর থেকে পুলিশ ১৯টি প্যাকেটের ভেতর রাখা মোট ২৯৪ কেজি গাঁজা জব্দ করে।  

খোয়াই জেলার পুলিশ সুপার (এসপি) কৃষ্ঞেন্দু চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান, এসব গাঁজার মূল্য প্রায় ৮ লাখ রুপি।  

তাছাড়া আগামী দিনগুলোতেও মাদকবিরোধী অভিযান জারি থাকবে বলে জানান তিনি।

অপর দিকে পশ্চিম জেলার অন্তর্গত জিরানীয়া মহকুমা পুলিশ আধিকারিক(এসডিপিও) বনজ বিপ্লব দাসের নেতৃত্বে পুলিশবাহিনী স্থানীয় কৃষ্ঞকান্ত দেবনাথের ওষুধের দোকানে তল্লাশি চালায়। এসময় দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ, করেক্স, ফেন্সিডিলসহ বেশ কিছু অবৈধ মালামাল জব্দ করে।  

এদিকে শুক্রবার (১ জুন) দিনগত রাতে ঊনোটি জেলার অন্তর্গত পেঁচারতল থানার পুলিশ ৪৪ নম্বর জাতীয় সড়কে আগরতলাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার বোতল ফেন্সিডিল জব্দ করে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুন ২, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।