শনিবার (০২ জুন) সকালে প্লাস্টিকের আটাকে কেন্দ্র করে রাজ্যের সিপাহীজলা জেলার মেলাঘর এলাকায় এ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা সরকারি ন্যায মূল্যের দোকানি নিকুঞ্জ বিহারি বাংলানিউজকে জানান, শুক্রবার (০১ জুন) রাতে তার ন্যায মূল্যের দোকান থেকে নিজেদের খাবারের জন্য আটা নিয়ে যান।
তিনি আরও জানান, ত্রিপুরা সরকারের খাদ্য দফতর ন্যায মূল্যের দোকানের মাধ্যমে সাধারণ মানুষদের আটা সরবরাহ করে থাকে। সরকারি দফতর থেকে এমন নিম্নমানের আটা সরবরাহ করায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এরআগেও রাজ্যের পশ্চিম জেলার মোহনপুর এলাকায় প্লাস্টিকের আটা পাওয়া গেছে বলে শুনেছি।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ০২, ২০১৮
এসসিএন/ওএইচ/