মঙ্গলবার (২৯ মে) তাদের এ সংস্থার যাত্রা শুরু করেছে বলে সোমবার (০৪ জুন) বাংলানিউজকে জানিয়েছেন সংস্থাটির সম্পাদক দেবাশিষ চক্রবর্তী।
তিনি জানান, তারা আট সদস্যের পাশাপাশি রয়েছেন বহু স্বেচ্ছাসেবক।
আবার কারও বাড়িতে অনুষ্ঠান বা নিজেদের ঘরের রান্না করা বাড়তি ভালো খাবার দিতে চাইলে সে খাবারও সংগ্রহ করে দুস্থ মানুষের মধ্যে বিলিয়ে দেন তারা। তবে এক্ষেত্রে খাবারের গুণগত মান ঠিক আছে কি না তা পরীক্ষা করার জন্য তারা নিজেরা আগে খেয়ে পরীক্ষা করে দেখেন বলে যোগ করেন তিনি।
দেবাশিষ চক্রবর্তী জানান, এখন ত্রিপুরা সরকারের সঙ্গে কথা বলে আগরতলার কোনও একটি জায়গায় স্টল খোলা তাদের পরবর্তী লক্ষ্য। যেখান থেকে নির্দিষ্ট সময় পুষ্টিযুক্ত খাবার পরিবেশন করা হবে।
তিনি আরও জানান, আগরতলার পাশাপাশি রাজ্যসহ ভারতের বিভিন্ন জায়গায় এ সংস্থার শাখা ছড়িয়ে দিতে চান তারা।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
এসসিএন/আরবি/