ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ঈদ আনন্দে ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হলো না ২ বন্ধুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
ঈদ আনন্দে ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হলো না ২ বন্ধুর

আগরতলা: ঈদের খুশিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ত্রিপুরা রাজ্যের দুই যুবকের।

শনিবার (১৬ জুন) ত্রিপুরার সিপাহীজলা জেলার ভবানীপুর এলাকায় একটি ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল তাদের।

জানা গেছে, সোনামুড়া এলাকার কয়েক বন্ধু মিলে দক্ষিণ ত্রিপুরা জেলার বৈচিত্রময় তৃষ্ণা অভয়ারণ্যে বেড়াতে গিয়েছিলেন।

সারাদিন ঘুরে একটি মিনি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। এসময় যাত্রাপুর থানার নিদয়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং ১৯ জন গুরুতর আহত হন। গাড়িটিতে যাত্রী ছিলেন ২৭ জন। পরে আহতদের আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত দুইজনের নাম হাসান উল্লা ও ইকবাল হোসেন। বাড়ি কুলুবাড়ী এবং মগবাড়ী এলাকায়। তাদের বয়স ২৫ থেকে ২৭ এর মধ্যে হবে।

যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর রায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এসসিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।