এছাড়া পশ্চিম জেলার বামুটিয়া, ঊনকোটি জেলার হীরাছড়া, দক্ষিণ জেলার একিনপুর এবং সিপাহীজলা জেলার বক্সনগর এলাকায় আরো চারটি সীমান্ত হাট চালু করার জন্য ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের পক্ষে ভারত সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
ভারত-বাংলাদেশ সরকারের অনুমতি পাওয়ার পর এ চারটি সীমান্ত হাট স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (১৯ জুন) ত্রিপুরা বিধানসভা অধিবেশনে বিরোধী দলের বিধায়ক সুধন দাসের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
বর্তমানে রাজ্যের দক্ষিণ জেলার শ্রীনগরে এবং সিপাহীজলা জেলার কমলাসাগর এলাকায় সীমান্ত হাট চালু রয়েছে। উভয় দেশের যৌথ উদ্যোগে ২০১৫ সালে এ হাট দু’টি চালু করা হয়।
বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এসসিএন/এমএইচ/আরবি/